‘বঙ্গ কন্যার হাতেই অনেক ভালো আছে দেশ’
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:৫৯ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
‘বাবা তোমরা তো সেই ভয়াল দিনটি দেখনি? আহা কত কষ্টের দিন ছিল, না খেয়ে জীবন হাতে নিয়ে যুদ্ধের ময়দানে ছুটে চলেছি। বুদ্ধিজীবীরা না থাকলে হয়তো এটা আজ দেখতে পেতে না তোমরা। অনেক কষ্টের, জীবনের বিনিময়ে অর্জিত বঙ্গবন্ধুর এই সোনার দেশ। শক্ত হাতে ধরে রাখার দায়িত্ব এখন তোমাদের হাতে। বঙ্গ কন্যার হাতেই দেশ অনেক ভালো আছে, সামনেও থাকবে।’ এভাবেই ডেইলি বাংলাদেশকে বলছিলেন মিরপুর ১ নম্বরের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার।
শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে দেশের সর্বস্তরের জনগণসহ রাজনৈতিক নেতারা।
ভোর থেকে মিরপুরে ওই এলাকাতে দেখা যায় বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ মানুষদের উপচে পড়া ভিড়। সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে হাজার হাজার মানুষ।
এদিকে, সাপ্তাহিক ছুটির দিন থাকায় সরকারি চাকরিজীবীসহ সর্বসাধারণের উপস্থিতি চোখে পড়ার মতো। তাদের হাতে হাতে নিয়ে আসা ফুলের সুবাসে মুখরিত হয়ে উঠেছে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকা। এমন পরিবেশে বুদ্ধিজীবীদের আত্মায় যেন শান্তির বাতাস বইছে।
ডেইলি বাংলাদেশের প্রতিবেদককে হাতে ফুল নিয়ে আসা কয়েকজন শিশু জানায়, আমরা বাবাকে গতকাল বলেছি, স্কুলে বলেছে আজ ফুল নিয়ে শহীদ মিনারে যেতে হবে, তাই বাবা এনেছে। আমরা ফুল দিতে এসেছি। তারা এখনো বুঝতে শেখেনি, কেন এ দিবস ? কিন্তু ফুল হাতে আসতে ভুল করেনি কোমলমতি এসব শিশুরা।
শুধু মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের মানুষই এখানে দেখা যায়নি। দেখা মিলেছে পোশাক কর্মীদেরও। সাবিনা, মর্জিনা, লিপি নামের তিন পোশাক কর্মী ডেইলি বাংলাদেশকে বলেন, আমগো ভাই বেশি লেখাপড়া নাইগ্যা। তো কী হয়ছে? আমরাও তো মানুষ! হয়তো মানুষের নজরে ছোট চাকরি করি! কিন্তু আজ ছুটি পাইছি তাই ফুল লইয়া শ্রদ্ধা জানাতে আইছি।
আওয়ামী লীগের পক্ষ থেকে সকাল ৮টায় বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে রাজধানীসহ আশপাশের এলাকার সাধারণ মানুষ ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গণবিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (ডুয়েট) বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নেতৃত্বে উপস্থিত হয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, জয় বাংলা সাংস্কৃতিক জোট, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, গণফোরাম, ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান, খেলা ঘর, জাসদ, বাসদ, মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সংগঠন, শেখ ফজলে নূর তাপসের নেতৃত্বে ধানমন্ডি, জিগাতলা, হাজারীবাগ আওয়ামী লীগ, সাদেক খানের নেতৃত্বে মোহাম্মদপুর আওয়ামী লীগসহ আরো বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা নিবেদন করে তারা বলছেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে চাই। বুদ্ধিজীবীদের হত্যার নেতৃত্বে বা চক্রান্তে যারা ছিলেন তাদেরও বিচার দাবি করেন তারা।
