এ বছরের সবচেয়ে দামি রত্নপাথরের গল্প
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:১৯ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছর আসতে আর বেশি দেরি নেই। এরই মধ্যে বিশ্বের নামিদামি প্রতিষ্ঠানগুলো লাভ-ক্ষতির হিসাব কষা আরম্ভ করেছে। শুধু পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোই নয়, বরং সে তালিকায় জায়গা করে নিয়েছে সুপরিচিত নিলামঘরগুলোও। আন্তর্জাতিক নিলামঘর বোনামস প্রকাশ করেছে, এ বছরের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া অলঙ্কারগুলোর তালিকা। সে তালিকার শীর্ষে অর্থাৎ সর্বোচ্চ দামে বিক্রি হওয়া অলঙ্কারটি ছিল গোলাপি বর্ণের চমত্কার একটি হীরকখণ্ড।
চৌকোণাকার, মিষ্টি গোলাপি, চকচকে উজ্জ্বল এক টুকরা হীরা। ৫ দশমিক শূন্য ৩ ক্যারেটের এ হীরকখণ্ডটিই নাকি এ বছর সর্বোচ্চ দামে বিক্রি হওয়া রত্নপাথর। বোনামসের পক্ষ থেকে জেম কানেক্ট বলেন, এ বছর সেপ্টেম্বরের ২৬ তারিখে লন্ডনে অতিমূল্যবান এ পাথরটি বিক্রি হয়েছিল ২৯ লাখ ৩৫ হাজার ২৬৩ ডলারে। প্রতি ক্যারেটের দাম পড়েছে ৫ লাখ ৮৩ হাজার ৫৫১ ডলার, যা কিনা নিলামে ওঠা যেকোনো রত্নপাথরের আগের রেকর্ড ভেঙেছে।
বোনামসের করা তালিকায় পরবর্তী অবস্থানগুলো ধরে রাখা অলঙ্কারের মধ্যে রয়েছে ২৪ দশমিক ৩১ ক্যারেট ওজনের স্টেপ কাট ডি-আইএফ টাইপ হীরার আংটি, যা মূলত বিক্রি হয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ১১০ ডলারে। বিখ্যাত ব্র্যান্ড হেনেল ওয়েয়িংয়ের কলোম্বিয়ান এমারাল্ড নেকলেসও রয়েছে সে তালিকায়। ১২ দশমিক ১৩ ক্যারেটের সে নেকলেস বিক্রি হয়েছে ১৩ লাখ ৮১ হাজার ৮২০ ডলারে। এছাড়া ১৯৩০ সালের দিকে তৈরি কলোম্বিয়ান আর্ট ডেকো এমারাল্ড এবং হীরার নেকলেস ও ব্রেসলেট সেট বিক্রি হয়েছে ১০ লাখ ৯২ হাজার ৮৯৪ ডলারে।
বোনামসের গ্লোবাল ডিরেক্টর জঁ ঘিকা বলেন, এ বছর ১০ ক্যারেটের ওপর চমত্কার সব রত্নপাথর বেশ চড়া দামে বিক্রি হয়েছে। পুরো বিশ্বের রুচিশীল মানুষরা তাদের সংগ্রহে রাখার জন্য খুঁজে খুজে এসব কিনে নিয়েছেন।