রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৫ ১৪৩২   ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

সোনম কাপুরের অভিজাত ফ্যাশনওয়্যার!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:১৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

রাল্ফ অ্যান্ড রুশোর পশ্চিমা গাউন বা অনামিকা খান্নার নকশা করা ভারতীয় ক্ল্যাসিক্যাল শাড়িসহ সব ধরনের অভিজাত স্টাইলেই আমরা সোনম কাপুরকে দেখেছি। আর এসব পোশাকের সঙ্গে অলঙ্কার ও সাজসজ্জা কেমন হবে, তা ঠিক করেন সোনম কাপুর নিজেই বিয়ের দিন সোনম কাপুর অনুরাধা ওয়াকিলের নকশা করা লাল জমকালো একটি লেহেঙ্গায় সেজে ওঠেন।  নিজের ফ্যাশন স্টাইল নিয়ে এ তারকা সামাজিক মাধ্যমে বলেছেন, ‘পোশাক-আশাকের ক্ষেত্রে আমি খুবই ট্র্যাডিশনাল। আর এ ধাঁচের শাড়ি আমার খুব প্রিয়’

বলিউডপাড়ায় সবচেয়ে স্টাইলিস্ট কে? প্রশ্নটি করাই যেন বাহুল্য মনে হয়। কারণ ক্ল্যাসিক্যাল থেকে শুরু করে নিত্যনতুন ঘরানায় নকশা করা পোশাক-আশাক পরার কারণে সোনম কাপুর বরাবরই ছিলেন ভক্তদের পছন্দের তালিকায়। কেবল ডিজাইনার পোশাক পরতেই তিনি পছন্দ করেন— বিষয়টা তা নয়, সোনম নিজেও পোশাক নকশা করেন। সোনম কাপুর ও তার বোন রিয়া কাপুরের ‘রিসোন’ নামের একটি ফ্যাশন ব্র্যান্ডও রয়েছে।

চলতি বছরের মে মাসেই গাঁটছড়া বাঁধলেন সোনম কাপুর ও আনন্দ আহুজা। আর তাদের বিয়েকে ঘিরে যেন আরো বেশি ঔত্সুক্য হয়ে উঠেছিল দর্শকমহলসহ বলিউডের সবাই। কেননা ফিটফাট এ ফ্যাশনকুইন নিজের বিয়ের ওয়্যারড্রোব নিশ্চয়ই আরো নিখুঁত করে সাজিয়েছেন এমন কামনাই ছিল সবার। আর নিশ্চিতভাবেই বিগ টাউনের এ স্টাইল আইকন কাউকেই নিরাশ করেননি। সে যা-ই হোক না কেন, সোনম কাপুরের স্টাইলিশ ও অভিজাত কিছু পোশাক নিয়েই আমরা এবারের আয়োজন সাজিয়েছি।

রাল্ফ অ্যান্ড রুশোর পশ্চিমা গাউন বা অনামিকা খান্নার নকশা করা ভারতীয় ক্ল্যাসিক্যাল শাড়িসহ সব ধরনের অভিজাত স্টাইলেই আমরা সোনম কাপুরকে দেখেছি। আর এসব পোশাকের সঙ্গে অলঙ্কার ও সাজসজ্জা কেমন হবে, তা ঠিক করেন সোনম কাপুর নিজেই। বোল্ড রেড লিপস্টিক, টিকলি বা নথে নিজেকে র্যাম্পের জন্য তৈরি করে ফেলেন সাওয়ারিয়াখ্যাত এ নায়িকা।

মাত্র কয়েক মাস আগেই নিজের বিয়ের মেহেদি অনুষ্ঠানে সোনম দুটি পোশাক পরেন। হাতে মেহেদি পরার সময় সোনম অনুরাধা ওয়াকিলের নকশা করা গোলাপি ও সোনালিরঙা একটি গাউন পরেন। সঙ্গে কানে শোভা পাচ্ছিল বড় ঝোলানো কানের দুল। আর এরপর মূল মেহেদি অনুষ্ঠানে তার পরনে ছিল আবু জানি সন্দীপ খোসলার নকশা করা আইভরি ও সোনালি রঙের লেহেঙ্গা। ভারী চোকার, ঝুমকা ও টিকলিতে স্টাইল আইকন— সোনম কাপুর যেন বরাবরের মতোই মোহনীয় হয়ে উঠেছিলেন।

আর বিয়ের দিন সোনম কাপুর অনুরাধা ওয়াকিলের নকশা করা লাল জমকালো একটি লেহেঙ্গায় সেজে ওঠেন। পুরো লেহেঙ্গায় ছিল সোনালি অ্যাম্ব্রয়ডারি। বিয়ের সাজ সম্পন্ন হয়েছিল মুক্তা বসানো হেডপিস, পুরনো ঘরানায় নকশা করা চোকার ও বালা পরে। নববধূর সাজ শেষ হয়েছিল পায়ে জিম্মি চুয়ের নকশা করা হিল পরে।

রিসেপশনের দিন সোনমের গায়ে জড়ানো ছিল অনামিকা খান্নার গ্রাফিক-জিগজাগ প্রিন্টের লেহেঙ্গা। ধূসর, সাদা ও সোনালি রঙের মিশ্রণের এ পোশাকের সঙ্গে সাজটা ছিল খুবই নমনীয়। একটি মাত্র নেকলেস, কেবল লালরঙা লিপস্টিক ও ড্রামাটিক আই মেকআপেই তিনি হয়ে উঠেছিলেন অনুষ্ঠানের মধ্যমণি।

শুধু বিয়ের অনুষ্ঠানগুলোতেই নয়, সোনম কাপুরের তার সাম্প্রতিক ফ্যাশনওয়্যারে দেখা গেছে সুতি নকশা করা শাড়ির সঙ্গে উজ্জ্বল রঙের ব্লাউজ, সিল্কের শাড়ি, কালামকারি বর্ডার ও সোনালি নকশা করা কাঞ্জিভরম শাড়ি, গজরা ও ঝুমকায়। নিজের ফ্যাশনস্টাইল নিয়ে এ তারকা সামাজিক মাধ্যমে বলেছেন, ‘পোশাক-আশাকের ক্ষেত্রে আমি খুবই ট্র্যাডিশনাল। আর এ ধাঁচের শাড়ি আমার খুব প্রিয়।’