শনিবার   ০২ আগস্ট ২০২৫   শ্রাবণ ১৮ ১৪৩২   ০৭ সফর ১৪৪৭

কাশ্মীরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চান ইমরান খান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩৭ এএম, ১৭ আগস্ট ২০১৯ শনিবার

কাশ্মীরের স্বাধীনতার জন্য যত দূর যেতে হয় যাবে পাকিস্তান। কাশ্মীরের ওপর থেকে ভারত বিশেষ মর্যাদা তুলে নেয়ার পর থেকেই এই অঙ্গীকার করে আসছে ইসলামাবাদ। এবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরে দাঁড়িয়ে কাশ্মীরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার কথা বললেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। 

কাশ্মীরিদের উদ্দেশে ইমরান খান বলেন, কাশ্মীরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে সব আন্তর্জাতিক ফোরামে কাশ্মীরের সমস্যার কথা তুলে ধরতে চাই।

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বুধবার অধিকৃত কাশ্মীরের এক সমাবেশে দাঁড়িয়ে তিনি বলেন, কাশ্মীরের সমস্যা জানাতে সব আন্তর্জাতিক ফোরামে যাবেন তিনি। আর ভারত কোনো পদক্ষেপ নিলে পাকিস্তান তার কড়া জবাব দেবে।

তিনি আরো বলেন, ভারত এবার পাকিস্তানের জন্য বালাকোটের থেকেও বড় অভিযানের পরিকল্পনা করছে। পাকিস্তানের এবারের স্বাধীনতা দিবস উৎসর্গ করা হয়েছিল কাশ্মীরিদের জন্য। প্রধানমন্ত্রীসহ পাকিস্তানের নেতারা বিভিন্ন স্থানে গিয়ে কাশ্মীরের পক্ষে কথা বলেছেন।

 

পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফফরাবাদের ওই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ইমরান খান বলেন, গত ফেব্রুয়ারির থেকেও ভয়ঙ্কর অ্যাকশনের জন্য তৈরি হচ্ছে ভারত। কাশ্মীরে যা চলছে, তার থেকে বিশ্বের নজর ঘোরাতে ভারত কোনো মারাত্মক প্ল্যান করছে। 

তিনি আরো বলেন, পাকিস্তানের সেনাবাহিনী ভারতের পরিকল্পনা সম্পর্কে ভালোভাবেই অবগত। পাক অধিকৃত কাশ্মীরে ভারত অভিযান চালাবে বলে ধারণা করছেন ইমরান।