বুধবার   ১৪ মে ২০২৫   বৈশাখ ৩০ ১৪৩২   ১৬ জ্বিলকদ ১৪৪৬

অভিনেত্রীর মেকআপ করতে ব্যস্ত অক্ষয়, টুইঙ্কেল জানেন?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৩ এএম, ১৭ আগস্ট ২০১৯ শনিবার

অভিনেত্রীর মেকআপ করতে ব্যস্ত হয়ে পড়েছেন বলিউডের খিলালি খ্যাত অভিনেতা অক্ষয় কুমার।  মনোযোগ সহকারেই মেকআপ করার চেষ্টা করছেন তিনি। আর সেই অভিনেত্রী হলেন বলিউডের দাবাং গার্ল সোনাক্ষী সিনহা।

সোনাক্ষী মেকআপের ক্ষেত্রে প্রথমে অক্ষয়ের উপর ভরসা রাখলেও পরে সেটি আর হয়ে উঠে নি। কেননা অভিনেতার কাণ্ডে চেঁচামিচি জুড়ে দিলেন অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অক্ষয়-সোনাক্ষীর এমনই একটি মজার ভিডিও ভাইরাল হয়েছে।

প্রসঙ্গত, ১৫ অগস্ট স্বাধীনতা দিবসে মুক্তি পেতে চলেছে অক্ষয়ের বহু প্রতীক্ষিত ছবি ‘মিশন মঙ্গল’। আর ছবি মুক্তির আগে দর্শকদের কীভাবে মজিয়ে রাখতে হয় তা খুব ভালভাবেই জানেন বলিউডের ‘খিলাড়ি কুমার’। 

তিনি নিজে তো বটেই, ছবিতে তার সহ অভিনেত্রী বিদ্যা বালান ও সোনাক্ষী সিনহাও প্রায়ই নানা মজার ভিডিও শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। এর আগের একটি ভিডিয়োতে অক্ষয়কে মজা করে চেয়ার থেকে ফেলে দিতে দেখা গেছে সোনাক্ষীকে। 

আবার কখনো অক্ষয় কিংবা অন্যান্য তারকারা ক্যামেরার পিছনের নানা অদেখা মুহূর্ত শেয়ার করছেন ভক্তদের জন্য। 

সোনাক্ষীর মেকআপের সেই ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন।