শনিবার   ২০ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৪ ১৪৩২   ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

তাক লাগালেন আলিয়া, শুরুতেই বাজিমাত অভিনেত্রীর

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩৭ এএম, ১৭ আগস্ট ২০১৯ শনিবার

গায়িকা হিসেবে আগেই বলিউডে আত্মপ্রকাশ করেছেন অভিনেত্রী আলিয়া ভাট। এবার প্রথম মিউজিক ভিডিও করছেন তিনি। আর তাতেই মুকুটে যুক্ত হলো নয়া পালক। জীবনের প্রথম মিউজিক ভিডিওতেই তাক লাগালেন তিনি।

আলিয়া ভাটের ‘প্রাডা’ গানটি ইউটিউবে মুক্তি পেতেই ট্রেন্ড লিস্টের মধ্যে চলে আসে। স্টাইল স্টেটমেন্ট থেকে অভিনয়- সবকিছুতেই দর্শককে মাত করেছেন তিনি। 

দ্য দূরদর্শন নামের ব্যান্ডের সঙ্গে গানের অ্যালবাম তৈরি করেছেন আলিয়া। ব্যান্ডের সদস্যরা হলেন ওঙ্কার সিং ও গৌতম শর্মা ওরফে বাবা। এর আগে রাগিনি-তে ল্যাম্বরঘিনি নামের গানে বেশ জনপ্রিয়তা পেয়েছিল এই ব্যান্ড। 

 

আর এই মিউজিক ভিডিও তৈরি হচ্ছে প্রাডার জন্য। জ্যাকি ভাগনানি ও জাস্ট মিউজিক প্রযোজিত মিলেনিয়াল জ্যাম প্রাডায় আলিয়া ও দূরবীনকে একসঙ্গে শো করতে দেখা যাবে।