বুধবার   ১৪ মে ২০২৫   বৈশাখ ৩০ ১৪৩২   ১৬ জ্বিলকদ ১৪৪৬

ফাঁদে পড়েছেন ঊর্মিলা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩৪ এএম, ১৭ আগস্ট ২০১৯ শনিবার

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী করের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এতে তার ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের ব্যাঘাত ঘটছে বলে জানান এই অভিনেত্রী।

অনেকদিন ধরেই তার পুরোনো আইডিটি হ্যাকারদের দখলে। উপায় না পেয়ে তিনি নতুন একটি আইডি খুলে নিয়েছেন। কিন্তু নতুন করে বিড়ম্বনার জন্ম দিচ্ছে পুরোনো আইডিটি। সেটি থেকে হ্যাকাররা বিভিন্নজনকে বাজে মেসেজ পাঠাচ্ছে। অনেকের কাছে টাকা-পয়সাও চাইছে। যারা জানেন না আইডিটি ঊর্মিলার হাতে নেই তারা ঊর্মিলাকে ভুল বুঝছেন। তাই ঊর্মিলা সবাইকে অনুরোধ জানিয়েছেন তার আগের আইডি থেকে সাবধান থাকার জন্য।

ঊর্মিলা শ্রাবন্তী বলেন, অনেকের কাছে ভোটার আইডি কার্ডের কপি, পাসপোর্টের কপি চাওয়া হচ্ছে ব্ল্যাকমেইল করার জন্য। সবাইকে আমি সাবধান করতে চাই। এটা আমি নই।