রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৫ ১৪৩২   ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

ভ্রমণকালে কেমন জুতা?

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০৪ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

ভ্রমণের আগে আগে কমবেশি সবাই টুকিটাকি কেনাকাটা করেই থাকে। আর এসব ভ্রমণ অনুষঙ্গ কেনার তালিকায় ব্যাগ, ঋতু উপযোগী কাপড়, পানির বোতল ও জুতা থাকা যেন আবশ্যক। কেনাকাটায় যেন দুটো জিনিস কেনার হিড়িক পড়ে। এক হলো ট্রাভেল ব্যাগ আর অন্যটি জুতা। ভ্রমণে কেমন জুতা কেনা হবে, তা আবার নির্ভর করে ভ্রমণে কোথায় যাচ্ছেন। পাহাড়ে ভ্রমণ হলে এক রকম জুতা আবার সাগরপাড়ে আরেক রকম। হাইকিং, ট্রেইল হলে আবার ভাবতে হয় অন্যভাবে। ভ্রমণের জন্য জুতা কেনার আগে মাথায় রাখতে হবে আরাম, স্থায়িত্ব ও আবহাওয়ার কথা।

গন্তব্য যদি হয় সাগরপাড়, তাহলে ফ্ল্যাট জুতা বেছে নিন। এগুলো ওজনে হালকা ও আরামদায়ক। দুই বেল্টের ফ্ল্যাট স্যান্ডেল অথবা ক্যানভাস দিয়ে তৈরি ফ্ল্যাট জুতাকে সঙ্গী করুন ভ্রমণে। ঘুরে ঘুরে শহর, নদীর পাড়, সমতল স্থান, জাদুঘর বা দর্শনীয় স্থান দেখতে হলে কনভার্স জুতা পরুন। তবে দীর্ঘপথ হাঁটা ও হাইকিংয়ের জন্য স্নিকার্সই ভালো। প্লেনে চড়ে দূরদেশে পাড়ি দিতে পোশাক-আশাক আরামদায়ক হওয়ার পাশাপাশি জুতা জোড়াও আরামদায়ক হওয়া দরকার। জিন্স ও সোয়েটারের সঙ্গে পা গলিয়ে দিন স্নিকার্স জুতায়। তবে কনভার্স ও স্নিকার্স একই অর্থে ব্যবহার করা যাবে না। কনভার্স কম দূরত্বে হাঁটার জন্য আর দীর্ঘপথ হাঁটতে হলে অবশ্যই স্নিকার্স পরা উচিত। শীতে যেকোনো পোশাকের সঙ্গে হাঁটু পর্যন্ত তোলা সোয়েড বুট ভালো দেখাবে। তবে সোয়েড বুট আর্দ্র আবহাওয়ার জন্য উপযোগী নয়। তবে আর্দ্র আবহাওয়ায় চামড়ার বুট পরা যেতে পারে। আর চেষ্টা করুন ব্যাগে এক জোড়া স্লিপার রাখার। কারণ এটি যেকোনো মুহূর্তে কাজে লাগতে পারে।