শনিবার   ২০ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৪ ১৪৩২   ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

৪০০ কলাকুশলীকে সোনার আংটি উপহার দিলেন তামিল সুপারস্টার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩১ এএম, ১৭ আগস্ট ২০১৯ শনিবার

৪০০ কলাকুশলীকে সোনার আংটি উপহার দিয়ে হইচই ফেলে দিয়েছেন ৪৫ বছর বয়সী তামিল সুপারস্টার 'বিজয়'। তার আসন্ন ছবি 'বিগিল' নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এ ছবি নিয়ে বিজয় বেশ উত্তেজিত । খুশিতে ছবির কলাকুশলীদের তিনি এ উপহার দেন। 

জিনিউজ জানায়,  প্রযোজনা সংস্থা 'এজিএস' সিনেমার তরফে এক টুইট বার্তায় অর্চনা কলাপতি অভিনেতার দেয়া উপহারের বিষয়টি নিশ্চিত করেন। এরপর দ্রুতই এ খবর ছড়িয়ে পরে।

তিনি জানান,  'বিগিল' ছবিতে ৪০০ জন কলাকুশলী কাজ করেছেন। তবে তাদের প্রত্যেকের কাজের আলাদা করে মূল্য দিয়ে তাদের সেই পরিশ্রকে আরো বেশি 'স্পেশাল' করে তুলেছেন বিজয়।' 

 

পরে ছবি নির্মাতাদের তরফে আরো জানানো হয় ছবির ৯৫ শতাংশ শ্যুটিং সম্পন্ন হয়ে গেছ। এখন চলছে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ।

'এজিএস' প্রযোজনা সংস্থার ছবি 'বিগিল' মুক্তি পাচ্ছে এবছর দিওয়ালিতে।যেখানে জনপ্রিয় তামিল অভিনেতা বিজয়কে মহিলা ফুটবল দলের একজন কোচের ভূমিকায় দেখা যাবে।