মঙ্গলবার   ১৩ মে ২০২৫   বৈশাখ ৩০ ১৪৩২   ১৫ জ্বিলকদ ১৪৪৬

নেপাল যাচ্ছে জাতীয় ভলিবল দল

ক্রিয়া ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৭ এএম, ১৬ আগস্ট ২০১৯ শুক্রবার

সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অংশ নিতে নেপাল যাচ্ছে বাংলাদেশের জাতীয় ভলিবল দল। শুক্রবার নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়বে তারা।

এর আগে বৃহস্পতিবার ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে অংশ নেয় বাংলাদেশের জাতীয় ভলিবল দল।

চলতি মাসের ১৯ থেকে ২৪ তারিখ পর্যন্ত অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে বাংলাদেশ ও স্বাগতিক নেপাল ছাড়াও আফগানিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, মালদ্বীপ ও কিরগিজস্তান অংশ নিচ্ছে।

টুর্নামেন্ট শেষে ২৫ আগস্ট বাংলাদেশ দলের দেশে ফেরার কথা রয়েছে।