শনিবার   ২০ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৪ ১৪৩২   ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

বিষয়টি গোপন রাখতে চাই: বুবলী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩৮ এএম, ১৩ আগস্ট ২০১৯ মঙ্গলবার

ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান এবং শবনম বুবলী অভিনীতি ছবি ‘মনের মতো মানুষ পাইলাম না’। ছবিটির মুক্তি, গল্প প্রেক্ষাপট ও প্রত্যাশা নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বুবলী।

নায়িকার ভাষ্যমতে ছবিটি সামাজিক প্রেক্ষাপটে নির্মিত এবং এতে দর্শকেরা ভিন্ন স্বাদ দেবে। জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমা নিয়ে আলাপচারিতায় বুবলীর কাছে জানতে চাওয়া হয় ছবিটিতে তার চরিত্র নিয়ে।

এমন প্রশ্নে বুবলী বলেন- না, আমি এখনই সব গোপনীয়তা ভাঙতে চাই না। বিষয়টি গোপন রাখতে চাই।

কেন গোপন রাখতে চান সেটিও কারণ ব্যাখ্যা করে নায়িকা বলেন- কারণ বড় পর্দায় দেখে দর্শক যতটা আনন্দ পাবেন, আগে অল্প কথায় বলে দিলে আকর্ষণ কমে যাবে। জানার জন্য দর্শককে হলে আসতে হবে। 

নায়িকা আরো বলেন, চরিত্রটি আমাদের মনের কথা বলবে, সমাজের কথা বলবে। ঈদুল আজহাতে মানুষ কোরবানি নিয়ে ব্যস্ত থাকেন। নানাভাবে আনন্দ করেন। আমার মনে হয়, এই সিনেমাটি একটু হলেও মানুষের আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে।