ফেসবুক ইন্ডিয়ার নিট মুনাফা বেড়েছে ৪০%
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৪৯ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

২০১৮ সালের মার্চে সমাপ্ত হিসাব বছরে ফেসবুক ইন্ডিয়ার নিট মুনাফা এক বছর আগের চেয়ে ৪০ শতাংশ বেড়ে ৫৭ কোটি রুপিতে পৌঁছেছে। দেশটিতে মোবাইল ইন্টারনেট সেবার মূল্য হ্রাস এবং স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি সোস্যাল মিডিয়া জায়ান্টটির নিট মুনাফা প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছে। খবর ইটি ব্যুরো।
গত মঙ্গলবার আর্থিক প্রতিবেদন প্রকাশের পর এক বিবৃতিতে ফেসবুক ইন্ডিয়া জানায়, ভারতে তাদের রাজস্ব ৫৩ শতাংশ বেড়ে ৫২১ কোটি রুপিতে পৌঁছেছে। এক বছর আগে একই সময় দেশটিতে ফেসবুকের রাজস্ব আয় ছিল ৪০১ কোটি রুপি। হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপ থেকেও ভারতে ফেসবুকের আয় বেড়েছে। যদিও চলতি বছরজুড়ে ভারতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে পিটিয়ে হত্যার কয়েকটি ঘটনা ঘটে।
ফেসবুক ইন্ডিয়ার আর্থিক খতিয়ানে বলা হয়, চলতি বছরের মার্চে সমাপ্ত হিসাব বছরে ভারতে বেশ কয়েকবার ট্যাক্স ইস্যু নিয়ে সংকটে পড়তে হয়েছে।
বিশ্লেষকদের দাবি, ভারত থেকে ফেসবুক যে নিট মুনাফা এবং রাজস্ব আয়ের তথ্য দিয়েছে, তা সঠিক না-ও হতে পারে। বিপুল জনসংখ্যার কারণে ভারত ফেসবুকের বিজ্ঞাপন প্লাটফর্মের বড় বাজার। ডিজিটাল বিজ্ঞাপন খাত থেকে ফেসবুক বড় অংকের আয় করছে।
ফেসবুকের দাবি, ফেসবুক ইন্ডিয়া মূল কোম্পানিতে যে নিট মুনাফা এবং রাজস্ব যোগ করেছে আর্থিক প্রতিবেদনে সে তথ্যই দেয়া হয়েছে।