রোববার   ১০ আগস্ট ২০২৫   শ্রাবণ ২৫ ১৪৩২   ১৫ সফর ১৪৪৭

বাজারে ওয়ালটনের নতুন ফিচার ফোন

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৪৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

দেশে তৈরি সাশ্রয়ী মূল্যের আরেকটি ফিচার ফোন বাজারে ছেড়েছে ওয়ালটন। ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ডিভাইসটি হলো ‘ওলভিও কিউ৩৮’। ১ হাজার ৪০০ টাকা দামের আকর্ষণীয় ডিজাইনের ফোনটি গ্রাহককে দেবে পর্যাপ্ত ব্যাটারি ব্যাকআপ, বাংলা টাইপিং, এলইডি টর্চলাইট, গান কিংবা রেডিও শোনা, ফেসবুক ও ইন্টারনেট ব্রাউজিংসহ বেশকিছু বিশেষ সুবিধা।

ওয়ালটনের সেলুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, ডুয়াল সিমের ‘ওলভিও কিউ৩৮’ মডেলের ফোনটিতে ব্যবহূত হয়েছে ২ দশমিক ৪ ইঞ্চির উজ্জ্বল রেজল্যুশনের পর্দা। এতে এলইডি ফ্লাশযুক্ত ডিজিটাল ক্যামেরা আছে। পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপের জন্য এতে ব্যবহূত হয়েছে ১০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি।

জিপিআরএস সমৃদ্ধ এ ফিচার ফোনে রয়েছে বিল্ট-ইন ফেসবুক। ছবি, ভিডিও বা ফাইল আদান-প্রদানের জন্য আছে ব্লুটুথ। কল বা মেসেজ নোটিফিকেশনে ব্যবহার করা যাবে কি-প্যাড ও টর্চলাইট। বিরক্তিকর ও অনাকাঙ্ক্ষিত নম্বর থেকে কল আসা বন্ধ করতে রয়েছে ব্ল্যাকলিস্ট। গ্রাহকের পছন্দমতো গান, ছবি বা ভিডিও সংরক্ষণে ডিভাইসটিতে ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। এতে অন্যান্য ফিচারের মধ্যে আছে অটোমেটিক কল রেকর্ডিং, এমপি থ্রি, এমপি ফোর ও থ্রিজিপি প্লেয়ার।

ওয়ালটন সূত্রমতে, দেশে তৈরি এই ফোনে ক্রেতারা পাবেন বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। ফোন কেনার ৩০ দিনের মধ্যে যেকোনো ধরনের ত্রুটিতে ডিভাইস পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হবে। এছাড়া ১০১ দিনের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে ৪৮ ঘণ্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন। পাশাপাশি এক বছরের রেগুলার ওয়ারেন্টি সেবা তো থাকছেই।