বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫   শ্রাবণ ২৩ ১৪৩২   ১২ সফর ১৪৪৭

মিনেসোটায় অভিযুক্ত হচ্ছেন না জেডি ডটকমের সিইও

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

চীনভিত্তিক ই-কমার্স কোম্পানি জেডি ডটকমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিলিয়নেয়ার রিচার্ড লিয়ুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ গঠন করছেন না যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের আইনজীবী। কারণ ইউনিভার্সিটি অব মিনেসোটার এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে এরই মধ্যে একটি অভিযোগ গঠন করা হয়েছে।  খবর রয়টার্স।

গত সেপ্টেম্বরে ধর্ষণের অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতার হয়েছিলেন রিচার্ড লিয়ু। পরে তাকে ছেড়ে দেয়া হয়।

কাউন্টি অ্যাটর্নি মাইকেল ফ্রিম্যান জানান, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ না থাকায় রিচার্ড লিয়ুর বিরুদ্ধে  অভিযোগ গঠন করা হচ্ছে না।