শনিবার   ২০ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৪ ১৪৩২   ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

কোন বিশেষ কারণে স্বামীকে ভুলে গিয়েছিলেন শুভশ্রী?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৫৯ পিএম, ১০ আগস্ট ২০১৯ শনিবার

একজন শ্বশুরবাড়ির ভীষণ প্রিয়। ছবির ইউনিটকে শ্বাশুড়ি বলে রেখেছেন, তার বৌমাকে যেন রোদে পুড়িয়ে শুটিং না করানো হয়। অন্যজন বাড়ির ছোট মেয়ের আদরের জামাই। আগে ছিল রাজ-শুভশ্রী। এখন ‘রাজশ্রী’। 

বিয়ের পর রাজ-শুভশ্রী জুটির নতুন কেমিস্ট্রি নিয়ে ইতোমধ্যেই সরব ইন্ডাস্ট্রি। এই নতুন কেমিস্ট্রির নাম ‘পরিণীতা’। এবার শুভশ্রী বললেন স্বামীর সঙ্গে তার শুটিংয়ের অভিজ্ঞতার কথা।

ভারতীয় গণমাধ্যকে দেয়া সাক্ষাতকারে স্বামী তথা ‘পরিণীতা’র পরিচালক রাজ চক্রবর্তীকে নিয়ে শুভশ্রী বলেন, সত্যি বলতে ছবি করার সময় ও যে আমার হাজব্যান্ড ভুলে গেছিলাম। চোখ বন্ধ করে আমার পরিচালককে ফলো করে গেছি। ওর ক্ষেত্রেও মনে হয়নি যে ও ওর স্ত্রীকে পরিচালনা করছে। তবে ভালো শট হলে ও আমাকে বলেছে।

স্বামী হিসেবে রাজ চক্রবর্তী কেমন? এমন প্রশ্নের জবাবে শুভশ্রী বলেন, এটা তো খুব ব্যক্তিগত প্রশ্ন। আর এই উত্তর এখন পড়ার জন্য কেউ আগ্রহী হবে না। বরং আমরা যখন প্রেমিক-প্রেমিকা ছিলাম তখন অনেক বেশি আগ্রহ ছিল মানুষের।