ইনজুরিতে ছিটকে গেলেন রুমানা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৫১ পিএম, ১০ আগস্ট ২০১৯ শনিবার

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব মাঠে গড়ানোর আগে দুঃসংবাদ পেলো বাংলাদেশ দল। ইনজুরিতে ছিটকে গেছেন নারী দলের অলরাউন্ডার রুমানা আহমেদ।
আগামী ৩১ আগস্ট থেকে স্কটল্যান্ডে বসছে বিশ্বকাপ বাছাইপর্বের আসর। শেষ হবে ৭ সেপ্টেম্বর। বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি বাংলাদেশ নারী দল। কিন্তু ওয়ানডে দলের অধিনায়ক রুমানার ছিটকে যাওয়া দলের জন্য বড় ধাক্কা। অলরাউন্ড পারফরম্যান্সে দলের অন্যতম স্তম্ভ তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের ম্যানেজার নাজমুল আবেদিন শুক্রবার রুমানার ইনজুরি আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হাঁটুর ইনজুরিতে পড়েছেন রুমানা। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন তিনি। তবে টুর্নামেন্টে তার অংশগ্রহণ অসম্ভব।