রোববার   ১০ আগস্ট ২০২৫   শ্রাবণ ২৫ ১৪৩২   ১৫ সফর ১৪৪৭

সেরা টেক সিইও...

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৪১ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

২০১৮ বৈশ্বিক প্রযুক্তি খাতের জন্য একটি আলোচিত বছর। ব্রিটিশ রাজনৈতিক পরামর্শক ও তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকার মাধ্যমে সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের বিপুলসংখ্যক ব্যবহারকারীর তথ্য বেহাত, লাইভ অনুষ্ঠানে টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলোন মাস্কের গাঁজা সেবন এবং পেটেন্ট নিয়ে অ্যাপল-কোয়ালকমের বৈশ্বিক দ্বন্দ্ব, সব মিলিয়ে চলতি বছর প্রযুক্তি খাতের জন্য ছিল ঘটনাবহুল।

টেক নির্বাহীদের অপ্রত্যাশিত কর্মকাণ্ড নিয়ে যখন বিশ্বব্যাপী সমালোচনার ঝড় চলছে, তখন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের মতামতের ভিত্তিতে চলতি বছরের সেরা টেক সিইওর তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকার প্রথম সারির কয়েকজনকে নিয়ে আয়োজনের আজ শেষ পর্ব—

মাইকেল মোরহাইম

২০০৭ সালে ভিডিও গেম নির্মাতা কোম্পানি ব্লিজার্ড এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নিয়েছিলেন মাইকেল মোরহাইম। ‘ওয়ার্ল্ড অব ওয়ারক্র্যাফট’ এ প্রতিষ্ঠানের জনপ্রিয় ভিডিও গেমগুলোর একটি। খুব অল্প সময়ে একজন দলনেতা হিসেবে মাইকেল মোরহাইম কর্মীদের মধ্যে অত্যন্ত প্রিয়মুখ হয়ে ওঠেন।

 

মাইকেল ডেল

১৯৮৪ সালে কম্পিউটার টেকনোলজি কোম্পানি ডেল ইনকরপোরেশনের সিইওর দায়িত্ব নিয়েছিলেন প্রতিষ্ঠাতা মাইকেল ডেল। সেই থেকে নিজের প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। প্রযুক্তি বিশ্বে প্রচলিত আছে, ডেলের কর্মীদের নিজের সন্তানের মতোই দেখভাল করেন তিনি। কর্মীদের ভোটেই বিশ্বের সেরা টেক সিইওর তালিকায় ১৮তম অবস্থানে জায়গা করে নিয়েছেন মাইকেল ডেল।

 

দারা খসরুশাহী

২০১৭ সালে বহুজাতিক রাইড শেয়ারিং কোম্পানি উবারের প্রধান নির্বাহীর দায়িত্ব পান দারা খোশরোশাহি। তিনি যখন উবার সিইওর দায়িত্ব নেন, তখন গ্রাহক তথ্য বেহাত হওয়াসহ বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িয়ে খারাপ সময় পার করছিল প্রতিষ্ঠানটি। উবার এখন অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। মাত্র এক বছরের ব্যবধানে কর্মীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছেন দারা খোশরোশাহি।

 

রিড হেস্টিংস

১৯৯৭ সালে মুভি ও টেলিভিশন অনুষ্ঠানের অনলাইন প্লাটফর্ম নেটফ্লিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নিয়েছিলেন রিড হেস্টিংস। চৌকস রিড হেস্টিংসের নেতৃত্বে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা এরই মধ্যে ১৩ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে। রিড হেস্টিংস নেটফ্লিক্সের কর্মীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। যে কারণে সেরা টেক সিইওর তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

 

মার্ক জাকারবার্গ

২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি সহপাঠীদের সঙ্গে নিয়ে ফেসবুক প্রতিষ্ঠা করেছিলেন মার্ক জাকারবার্গ। সেই থেকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করে আসছেন তিনি। চলতি বছর ফেসবুক ব্যবহারকারীদের   তথ্য বেহাতের বেশ কয়েকটি ঘটনা প্রকাশ পায়। এরপর বিশ্বব্যাপী সোস্যাল মিডিয়া জায়ান্ট প্রতিষ্ঠানকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়।

 

সুজান ভোচেস্কি

২০১৪ সালে গুগল নিয়ন্ত্রিত বিশ্বের বৃহৎ ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পান সুসান ওজসুসকি। তার বেশকিছু ইতিবাচক উদ্যোগের কারণে ইউটিউব থেকে গুগলের আয় বেড়েছে উল্লেখযোগ্য। প্রতিষ্ঠান পরিচালনার অনন্য দক্ষতার কারণে সুসান ওজসুসকি কর্মীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়।