শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

ঈদের পর বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১০ আগস্ট ২০১৯ শনিবার

চলছে তারকা ও জাতীয় ক্রিকেটারদের বিয়ের মৌসুম। এ বছরটা যেন ক্রিকেটারদের বিয়ের হিরিক পড়েছে। এবার সে সিরিয়ালে এনামুল হক বিজয়।

সাব্বির রহমান রুম্মন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, মুমিনুল হকরা সম্প্রতি বিয়ের কাজ সেরেছেন। 

গতবছরের ২৯ জুন বান্ধবী ফারিয়া ইয়াসমিনের সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন বিজয়। তবে বিবাহোত্তর সংবর্ধনা করা হয়নি উইকেটরক্ষক এ ব্যাটসম্যানের।

তাই তিনি ঠিক করেছেন এবারের কোরবানির ঈদের পর বেশ ঘটা করে বিবাহোত্তর সম্বর্ধনা করবেন। আগামী ১৮ আগস্ট রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে হবে বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান।

নিজের নতুন ইনিংস শুরুর আগে ভক্ত, শুভানুধ্যায়ী ও সুহৃদদের কাছে দোয়াও চেয়েছেন জাতীয় দলের এ ওপেনার।