মঙ্গলবার   ১৩ মে ২০২৫   বৈশাখ ৩০ ১৪৩২   ১৫ জ্বিলকদ ১৪৪৬

হাসপাতালে সালাহর ২৫ কোটি টাকা দান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ১০ আগস্ট ২০১৯ শনিবার

সম্প্রতি গাড়ী বোমা বিস্ফোরণে বেশ ক্ষতির মুখে পড়ে মিশরের রাজধানী কায়রোয় অবস্থিত ক্যান্সার ইন্সটিটিউট ভবনের। 

ক্ষতিগ্রস্ত সেই ইন্সটিটিউট পুর্নগঠনের জন্য মোটা অঙ্কের অনুদান দিয়েছেন লিভারপুল সুপারস্টার মোহাম্মদ সালাহ।

তিনি ৩ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা দাঁড়ায়  প্রায় ২৫ কোটি টাকা দান করেন। কায়রো বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মোহামেদ উথমান আল-খাস্ত সালাহর অনুদানের কথা জানান।

গত সোমবার কায়রোয় অবস্থিত ক্যান্সার ইন্সটিটিউট ভবনের সামনে এক বিস্ফোরণে ২০ জন নিহত ও ৪৭ জন আহত হন।

বিস্ফোরণে ভবনের ক্ষতি হলেও রোগী কিংবা স্টাফরা নিরাপদ ছিলেন। রোগীদের এরইমধ্যে ভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পর সরকারের তরফ থেকে ভবন সংস্কারের ঘোষণা দেওয়া হয়। এরপরই সরকারের পাশে দাঁড়ান মিশরীয় ফুটবল তারকা সালাহ।