বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫   শ্রাবণ ২৩ ১৪৩২   ১২ সফর ১৪৪৭

ড্রোন শনাক্তের প্রযুক্তি আনছে অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৩৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

বিশ্বব্যাপী নানা কাজে ড্রোনের ব্যবহার ছড়িয়ে পড়েছে। জরুরি প্রয়োজনে স্বয়ংক্রিয় উপায়ে ড্রোন শনাক্তের প্রযুক্তি আনতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ‘হট স্পট’ নামের এ প্রযুক্তি ড্রোনের নিয়ন্ত্রকের অবস্থানও শনাক্ত করতে পারবে। খবর সিনেট।

অস্ট্রেলিয়ার সিভিল এভিয়েশন সেফটি অথরিটির তথ্যমতে, আগামী মাস থেকে দেশটির বিমানবন্দরগুলোয় এ প্রযুক্তির ব্যবহার শুরু হবে। বেশ কিছুদিন ধরেই ড্রোন শনাক্তের স্বয়ংক্রিয় প্রযুক্তি আনার চেষ্টা চালিয়ে আসছে অস্ট্রেলিয়া। সম্প্রতি ড্রোনের কারণে ৭২ ঘণ্টা বন্ধ ছিল যুক্তরাজ্যের গ্যাটউইক এয়ারপোর্ট। যে কারণে প্রায় ১ লাখ ৪০ হাজার যাত্রী বিড়ম্বনার মধ্যে পড়ে। এখনো অপরাধীদের শনাক্ত করতে কাজ করছে যুক্তরাজ্য পুলিশ। ওই ঘটনার পরই ড্রোন শনাক্তের স্বয়ংক্রিয় প্রযুক্তি আনার ঘোষণা দিল অস্ট্রেলিয়া। এছাড়া আগামী বছর থেকে ড্রোন মালিকদের নিবন্ধনের একটি ছক চালু করবে দেশটি।

জানা যায়, ড্রোন নিবন্ধনের ব্যবস্থা চালু রয়েছে যুক্তরাজ্যেও। দেশটিতে ২৫০ গ্রাম কিংবা এর বেশি ওজনের বিনোদনমূলক ড্রোন নিবন্ধন করতে হয় মালিককে।