রোববার   ১০ আগস্ট ২০২৫   শ্রাবণ ২৫ ১৪৩২   ১৫ সফর ১৪৪৭

গ্যালাক্সি এস ১০ সিরিজে থাকতে পারে থ্রিডি টিওএফ সেন্সর

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৩৫ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

২০১৯ সালের শুরুতেই নতুন গ্যালাক্সি এস ১০ সিরিজের ডিভাইস উন্মোচন করতে পারে স্যামসাং। সিরিজটির হ্যান্ডসেটে ফেসিয়াল স্ক্যানিংয়ের জন্য থ্রিডি টিওএফ সেন্সর ব্যবহার করা হতে পারে। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি ডিগ্রি।

বৈশ্বিক স্মার্টফোন বাজারে ফেসিয়াল স্ক্যানিং প্রযুক্তি একেবারেই নতুন, যা এর আগে শাওমি এমআই ৮-এর এক্সপ্লোরার সংস্করণে ও হুয়াওয়ে মেট ২০ প্রোতে দেখা গেছে। টিওএফ সেন্সরের মাধ্যমে থ্রিডি ম্যাপিং সুবিধা যুক্ত করা হবে মোবাইল ডিভাইসে।