রোববার   ১০ আগস্ট ২০২৫   শ্রাবণ ২৫ ১৪৩২   ১৫ সফর ১৪৪৭

গুগল ডুয়োর ডাউনলোড শতকোটি ছাড়িয়েছে

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৩৪ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

২০১৬ সালে উন্মুক্ত গুগলের মোবাইল ভিডিও চ্যাট অ্যাপ ‘ডুয়ো’ প্লে স্টোর থেকে ১০০ কোটির বেশিবার ডাউনলোড হয়েছে। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটির এ অ্যাপের নানামুখী সুবিধার কারণে খুব অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে। খবর অ্যান্ড্রয়েড অথরিটি।

বিশ্বব্যাপী গত জুন শেষেও গুগল ডুয়ো ৫০ কোটি মোবাইল ডিভাইসে সক্রিয়ভাবে ব্যবহার হচ্ছিল। তবে চলতি বছরের শেষ ছয় মাসে এর ব্যবহারকারী শতকোটির মাইলফলক ছাড়িয়েছে। অর্থাৎ গত ছয় মাসে ডুয়োর ব্যবহারকারী ৫০ কোটি বেড়েছে। বিষয়টিকে ইতিবাচক মনে করছেন সংশ্লিষ্টরা। গুগল ডুয়োকে গুগলের অন্যতম সফল অ্যাপ বলে মনে করা হচ্ছে।

গুগল ডুয়ো শুরুতে অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য উন্মোচন করা হয়। ভিডিও চ্যাট অ্যাপটির অ্যাপল ডিভাইস সংস্করণ আনা হয় চলতি বছর।

অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদন অনুযায়ী, গুগল ডুয়ো প্লে স্টোরে উন্মোচনের প্রথম সপ্তাহেই বিনা মূল্যে ডাউনলোড করা অ্যাপগুলোর তালিকায় শীর্ষে উঠে আসে।