শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

লারার রেকর্ড ভাঙা হলো না গেইলের

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:২৬ পিএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার

ভারতের আমন্ত্রণে আগে ব্যাট করতে নেমে গতকাল কিংবদন্তি ব্রায়ান লারার ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড ছুঁতে পারেনি ক্রিস গেইল।

গায়নায় আগে ব্যাট করতে নেমে মাত্র ১৩ ওভার খেলতে পেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর বৃষ্টি আসায় আর বল গড়ায়নি মাঠে। 

ফলে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ হয় পরিত্যক্ত। ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৪ রান করতে সক্ষম হয়ছিল স্বাগতিক উইন্ডিজ।

গতকাল ব্যাট হাতে মাত্র ১১ রান করলেই ব্রায়ান লারার ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙতে পারতেন গেইল। কিন্তু ৩১ বল মোকাবিলা করলেও ৪ রানের বেশি করতে পারেননি ক্যারিবীয় এ ব্যাটিং দানব। 

তাই ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে অপেক্ষা বাড়ল ৩৯ বছর বয়সি এ তারকার।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডেতে ১০ হাজার ৩৪৮ রান নিয়ে শীর্ষ অবস্থানটি ধরে রেখেছেন লারা। মাত্র ৭ রান পিছিয়ে ১০ হাজার ৩৪১ রান নিয়ে পরের অবস্থানে রয়েছেন ক্যারিবীয়ান এই ব্যাটিং দানব। 

তবে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙতে না পারলেও দেশটির হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলা লারার ২৯৫ ম্যাচের রেকর্ড ছাড়িয়েছেন গেইল।