বুধবার   ১৪ মে ২০২৫   বৈশাখ ৩০ ১৪৩২   ১৬ জ্বিলকদ ১৪৪৬

বাফুফের অনুদান পেল ১ম বিভাগের ক্লাবগুলো

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:২৪ পিএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার

৫ লাখ টাকা করে অনুদান দাবি করেছিল প্রথম বিভাগ লিগের ক্লাবগুলো। না দিলে খেলবে না তারা, বাফুফেকে এমন হুমকিও দেয়া হয়েছিল ক্লাব সমিতির ব্যানারে। 

অবশেষে তাদের সেই দাবি পূরণ করেছে বাফুফে। প্রথম বিভাগের ১৩ ক্লাবকে ৫ লাখ করে টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। শুরুতে দিয়েছে দুই লাখ।

বৃহস্পতিবার বাফুফে সভাপতি ক্লাবগুলোর কর্মকর্তাদের সঙ্গে বসেছিলেন। আলোচনা অনুষ্ঠানে ক্লাবগুলোর চাহিদা মতো অনুদান প্রদানের ঘোষণা দেন তিনি। 

১৬ থেকে ২১ আগস্ট হওয়ার কথা ছিল দলবদল। শুরুটা ঠিক রেখে শেষটা বাড়িয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সভাপতি। লিগ শুরুর কথা ছিল ১ সেপ্টেম্বর। এখন সেটা সপ্তাহখানেক পেছাবে।

সভায় বাফুফে সভাপতি ক্লাবগুলোর সমস্যার কথা শুছেন এবং যতটা সম্ভব তা সমাধানের আশ্বাস দিয়েছেন। 

কাজী মো. সালাউদ্দিন ক্লাবগুলোকে বলেন, ‘সরকারে বিশেষ বরাদ্দের ২০ কোটি টাকা জাতীয় দল, মহিলা ফুটবল এবং ফুটবল উন্নয়নে এই অর্থ ব্যয় হবে।’