আবারো ভারতের পাকিস্তান সফর বাতিল
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:১৮ পিএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার

কাশ্মীর নিয়ে দু’দেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির কারণে পাকিস্তানে ভারতীয় ভারতীয় টেনিস দলকে না পাঠানোর জন্য এআইটিএকে জানিয়ে দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রনালয়।
এর ফলে পাকিস্তানে আর সফরে যাওয়া হচ্ছে না ভারতীয় টেনিস দলের।
তবে চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে খেলার জন্য নিরপেক্ষ ভেন্যুর জন্য আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের কাছে আবেদন জানিয়েছে অল-ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন।
সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে ডেভিস কাপ। এ জন্য পাকিস্তানে যাওয়ারও সিদ্ধান্ত নেয় ভারত।
এর আগে সাড়ে পাঁচ দশক পর পাকিস্তানের মাটিতে খেলতে যাওয়ার সুযোগ আসে তাদের সামনে। ঘোষণার পরই ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয় ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের কাছে নিরাপত্তা নিয়ে নিশ্চয়তা চেয়েছিলেন ভারত অধিনায়ক মহেশ ভূপাতি।
ওই সময় খোলোয়াড়দের নিরাপত্তার আশ্বাস দেয়া হলেও বর্তমান পরিস্থিতিতে ইসালামাবাদে ভারতীয় দলের খেলা নিরাপদ হবে না বলে মনে করছে মোদি সরকার।