বাজে আচরণের জন্য দুই মাস নিষিদ্ধ জেসুস
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৫৯ পিএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার

বাজে আচরণের জন্য আন্তর্জাতিক ফুটবলে দুই মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন ব্রাজিলের গাব্রিয়েল জেসুস।
কোপা আমেরিকার ফাইনালে পেরুর বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচে দলের দ্বিতীয় গোল করা জেসুস রেফারির সঙ্গে তর্ক করেছিলেন। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ার সময় তিনি পানির বোতলে লাথি মারেন ও ভিএআর মনিটরে ধাক্কা মারেন।
নিষেধাজ্ঞার পাশাপাশি ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ডকে ৩০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে। শাস্তির বিরুদ্ধে সাত দিনের মধ্যে আপিল করতে পারবেন তিনি।
নিষেধাজ্ঞার ফলে সেপ্টেম্বরে কলম্বিয়া ও পেরুর বিপক্ষে ব্রাজিলের দুটি প্রীতি ম্যাচে খেলতে পারবেন না ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড।