মঙ্গলবার   ১৩ মে ২০২৫   বৈশাখ ৩০ ১৪৩২   ১৫ জ্বিলকদ ১৪৪৬

হাথুরুর আম-ছালা, দুই-ই গেল!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫১ পিএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে। খুব ভালোভাবেই গুঞ্জন উঠেছিল, বাংলাদেশের কোচ হিসেবে আবার ফিরবেন। এতে বিসিবিরও আগ্রহ ছিল। আর শ্রীলংকান ক্রিকেট বোর্ডেরও বেশি বেতনে হাথুরুর প্রতি ইচ্ছে ছিল না। 

এসব কিছুর পরও হাথুরুর প্রথম পছন্দ ছিল শ্রীলংকা। তবে অবশেষে তাকে চাকুরিচ্যুত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। আর হাথুরুও এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছেন।

বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের সাবেক এই হেড কোচের সঙ্গে সর্ম্পকের টানাপোড়েন চলছিল লঙ্কান ক্রিকেট বোর্ডের। বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত না করতে পারায় দুই পক্ষের মাঝে সেই দূরত্ব আরো বেড়ে যায়। এরপর থেকেই তার চাকরি চলে যাওয়ার গুঞ্জন জোরালো হয়েছিল।

সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে ৩-০ তে ওয়ানডে সিরিজ জয় করলেও হাথুরুর প্রতি দেশটির ক্রিকেট বোর্ডের ক্ষোভ কমেনি। বরং নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের আগেই দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে বোর্ডের চিফ অপারেটিং অফিসার (সিওও) জেরম জয়ারত্মে দায়িত্ব পেয়েছেন।

এদিকে লঙ্কান একটি সূত্র জানিয়েছে, শ্রীলংকা ক্রিকেট বোর্ডের কাছে হাথুরুর বেশ কয়েকমাসের বেতন বকেয়া রয়েছে। আর সেই পাওনা এড়াতেই দ্রুত তাকে বাদ দিয়েছে এসএলসি। 

অন্যদিকে হাথুরু তার ঘনিষ্ঠ এক সাংবাদিককে জানিয়েছেন, বোর্ড এক তরফা সিদ্ধান্ত গ্রহণের ফলে তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তাই বোর্ডের বিরুদ্ধে আর্থিক ক্ষতিপূরণ চেয়ে অচিরেই আইনি লড়াই শুরু করবেন। এ পরিস্থিতিতে চান্দিকা হাথুরুসিংহের আম-ছালা দুটো-ই গেছে, তা বলাই যায়।