কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ মালিক-হাফিজ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৪৬ পিএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ। বৃহস্পতিবার ২০১৯-২০ মৌসুমে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে তারা।
শুধু তা-ই নয়, পিসিবি কেন্দ্রীয় চুক্তির ৩৩ জনের পুল ১৯ জনে নামিয়ে এনেছে এবার। একই সঙ্গে গত বছর পাঁচ ক্যাটাগরিতে খেলোয়াড় থাকলেও এবার কমিয়ে করেছে তিন ক্যাটগরিতে। যে কারণে চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যাও কমে গেছে।
ইংল্যান্ড ও ওয়েলসের বিশ্বকাপে পাকিস্তানের শেষ ম্যাচের পর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন মালিক। গত বছরের চুক্তিতে তিনি ছিলেন ‘এ’ ক্যাটাগরিতে। আর হাফিজ ছিলেন ‘বি’ ক্যাটাগরিতে। এবার তারা কোরো ক্যাটাগরিতেই নেই। দিনকয়েক আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়া মোহাম্মদ আমিরেরও অবনমন হয়েছে, ‘এ’ ক্যাটাগরি থেকে ‘সি’তে নামিয়ে দেয়া হয়েছে এই পেসারকে।
তার মতো পদাবনতি হয়েছে ওপেনার ফখর জামানের। ‘বি’ থেকে ‘সি’ ক্যাটাগরিতে নেমে গেছেন তিনি। ব্যাটসম্যান আজহার আলী ‘এ’ থেকে নেমে গেছেন ‘বি’তে। তবে পদোন্নতির খবরও আছে। ইমাম-উল-হক, হারিস সোহেল ও মোহাম্মদ আব্বাস ‘সি’ থেকে উঠে এসেছেন ‘বি’ ক্যাটাগরিতে। আসাদ শফিক ধরে রেখেছেন আগের ‘বি’ ক্যাটাগরি।
শুধুমাত্র তিন ক্রিকেটার আছেন সর্বোচ্চ ক্যাটাগরিতে। তারা হলেন— বাবর আজম, সরফরাজ আহমেদ ও ইয়াসির শাহ। পিসিবি’র নতুন এই চুক্তির মেয়াদ ১ জুলাই ২০১৯ থেকে ২০ জুন ২০২০ পর্যন্ত।