শনিবার   ২০ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৪ ১৪৩২   ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

ঈদে ব্ল্যাকের নতুন মিউজিক ভিডিও ‘ধূসর’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩৪ এএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার

ঈদ-উল-আযহা উপলক্ষে আসছে ব্ল্যাক ব্যান্ডের নতুন গান ‘ধূসর’। ব্ল্যাকের ফ্যানদের জন্য অডিওর পাশাপশি থাকছে এর মিউজিক ভিডিও! প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ব্যানার থেকে মিউজিক ভিডিওটি খুব শীঘ্রই জি-সিরিজ মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নিজেদের নতুন মিউজিক ভিডিও নিয়ে ব্ল্যাকের গিটারিস্ট খাদেমুল জাহান বলেন, সবসময় শ্রোতাদের নতুন কিছু দেয়ার চেষ্টা থাকে। মিউজিক ভিডিওটিতে কিছু চমক রয়েছে, যা আপনাকে ভাবাবে। আশা করি সবার গানটি এবং মিউজিক ভিডিওটি পছন্দ হবে।

আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলো নিয়মিত গান রিলিজ করলেও মেইনস্ট্রিম ব্যান্ডগুলো এখন আর সেভাবে নতুন গান রিলিজ দেয় না। সেই দিক থেকে ব্ল্যাকের এই নতুন মিউজিক ভিডিওটি শ্রোতাদের ভেতর নতুন করে ব্যান্ড উন্মাদনা সৃষ্টি করবে বলেই বিশ্বাস করছে ব্ল্যাক ব্যান্ডের সদস্যরা।

এক নজরে ব্ল্যাক ব্যান্ডের বর্তমান লাইনআপ : রুবায়েত- ভোকাল, জাহান- গিটার, চার্লস- বেজ, ফারহান- ড্রামস