বুধবার   ১৪ মে ২০২৫   বৈশাখ ৩১ ১৪৩২   ১৬ জ্বিলকদ ১৪৪৬

সুষমা স্বরাজের বায়োপিকে অভিনয় করতে চান তাপসী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১৭ এএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার

প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে ভারতে সব শ্রেণির মানুষের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। রাজনৈতিক মহল থেকে শুরু করে সিনেমা মহল কেউই মেনে নিতে পারছেন না তার এই মৃত্যুকে। সকলে নিজেদের মতো করে শোক প্রকাশ করছেন।

বলিউড অভিনেত্রী তাপসী পান্নুও জানালেন তার সমবেদনা। তিনি জানালেন, আমার বিশ্বাস হচ্ছে না সুষমাজি নেই। ছোটবেলায় সব সময় সুষমাজির বক্তব্য শুনেছি টিভিতে। যখনই টিভিতে সুষমাজিকে বলতে শুনতাম তখন আমি সব কিছু ছেড়ে দাঁড়িয়ে পড়তাম। আমি তার খুব বড় ভক্ত। উনি আর নেই এ কথা মানতে পারছি না। আমি যদি কখনো সুযোগ পাই তাহলে সুষমাজির বায়োপিকে অভিনয় করতে চাই।

তবে সুষমা স্বরাজের মৃত্যুতে হতাশ হয় পড়েছেন এই অভিনেত্রী। যদি কোনো পরিচালক প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের উপর বায়োপিক তৈরি করেন তবেই হবে তাপসীর এই স্বপ্নপুরণ!