শনিবার   ২০ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৪ ১৪৩২   ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

স্বামী সন্দেহে ঝামেলা বাড়ছে রিচির সংসারে!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১৬ এএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার

দোলা আজ বাবার বাড়ি থেকে ফিরেছে। দোলা সিয়ামের ওপর রাগ করে চলে গিয়েছিল। তাদের বিবাহিত জীবনের বয়স দুই বছর। দুজনে ভালোবেসে বিয়ে করেছে এবং দুজনই শিক্ষিত। তাদের সংসারে তেমন কোন ঝামেলা নেই। 

তবুও তাদের ঝগড়া হয় এবং দিনদিন এটা বেড়েই চলছে। সিয়াম সন্দেহবাতিক। সন্দেহ করার কারণে তাদের সংসারের মধ্যে সমস্যা আরো বেড়ে যায়। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় ‘ট্রাস্ট মি’ নাটকের গল্প। 

মুনতাহা বৃত্তা’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এতে সিয়াম চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও তার স্ত্রী দোলা চরিত্রে রিচি সোলায়মান। 

নির্মাতা সুত্রে জানা গেছে, ‘ট্রাস্ট মি’ নাটকটি ঈদের ৩য় দিন রাত ৯টা ০৫ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে প্রচারিত হবে।