শনিবার   ২০ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৪ ১৪৩২   ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

মারা গেলেন বলিউড পরিচালক ওম প্রকাশ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার

‘আপ কি কসম’, ‘আপনাপন’, ‘আপনা বনা লো’র মতো জনপ্রিয় ছবির পরিচালক ওম প্রকাশ মারা গেছেন। পরিচালকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বলিউডের অভিনেতা হৃতিক রোশন।

পরিচালকের বাইরে ওম প্রকাশের আরেক পরিচয় তিনি হৃতিক রোশনের দাদু।

 

 

হৃতিক রোশন ট্যুইটারে শোক প্রকাশ করে লিখেন, আমার সুপার টিচার। তার থেকেই সব শেখা আমার। আমার দুবর্লতা, সবলতা সবই আমি তার কাছে শেয়ার করতাম। লাইফ লাইন হারালাম।

তবে শুধু ছবি পরিচালনা নয়, প্রযোজক হিসেবেও সফল ছিলেন ওম প্রকাশ।