শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

সৌদিতে দ্বীন প্রচারে ব্যস্ত সাকিব আল হাসান (ভিডিও)

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:২৮ পিএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার

পবিত্র হজ পালনে ২ আগস্ট মাকে নিয়ে সৌদি আরবে পৌঁছেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। একটি ভিডিওতে দেখা যায়, সেখানে দ্বীন প্রচারে ব্যস্ত অংশ নিয়েছেন তিনি।

ভিডিওতে দেখা যায়, বাংলাদেশের মুফতি উসামা এবং সাকিব আল হাসান মদিনা শরীফে বসে কথা বলছেন বাংলাদেশি,পাকিস্তানি,ইন্ডিয়ান ছেলেদের সঙ্গে। 

বিশ্বকাপে দুর্দান্ত টুর্নামেন্ট কাটিয়ে নিজের ক্লান্তি-অবসাদ দূর করতে স্ত্রী ও কন্যাকে নিয়ে ফ্রান্স, সুইজারল্যান্ডে ঘুরে বেড়িয়েছেন। হজ শেষ হলেই দেশে ফিরবেন তিনি। ঘরের মাটিতে আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলবেন সাকিব।

এর আগে স্ত্রী-কন্যা নিয়ে বিদেশ ভ্রমণ শেষে দেশে ফিরেই চট্টগ্রামে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন সাকিব। তার হাতে তুলে দেয়া হয় নগর চাবি। পরে ঢাকায় ফিরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রমে অংশ নেন তিনি।

এ বছর মা শিরীন আক্তারকে সঙ্গে নিয়ে গেছেন তিনি। গত বছর হজে যান দেশটির রাজপরিবারের বিশেষ অতিথি হয়ে ‘ভিআইপি’ হিসেবে।

ভিডিওটি দেখতে ক্লিক করুন