মঙ্গলবার   ১৩ মে ২০২৫   বৈশাখ ৩০ ১৪৩২   ১৫ জ্বিলকদ ১৪৪৬

‘শিগগিরই কোচ নিয়োগ হবে’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:২৪ পিএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার

আগের দিন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন বলেছিলেন, ১০ দিনের মধ্যে কোচের নাম ঘোষণা হবে। আজ দুপুরে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন যেন সে কথাকেই একটু ঘুড়িয়ে উপস্থাপন করলেন। 

বিসিবি সিইও জানালেন, ‘হ্যাঁ, আমাদের চেষ্টা থাকবে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব, একজন কোচ নিয়ে আসার। আমরা সেভাবেই কাজ করছি।’

এদিকে বিশ্বকাপে টিম বাংলাদেশের পারফরমেন্সের মূল্যায়নের ব্যাপারেও তিনি বলেন, ‘আপনারা জানেন যে, বিশ্বকাপের পরপরই আমাদের সিরিজ ছিল শ্রীলংকায়। বোর্ড মিটিং যখন হয় তখন আমাদের টিম ছিল লঙ্কায়। আমরা আশা করছি খুব শিগগিরই রিপোর্টটি পেয়ে যাবো। পরবর্তী বোর্ড সভায় এই বিষয়ে আলোচনা হতে পারে।’

শোনা যাচ্ছে এ বছর বিপিএলের পর আগামী বছর জানুয়ারিতে পাকিস্তান আসতে পারে বাংলাদেশ সফরে। এ নিয়ে তিনি বলেন ‘এটা অনেক পরের ব্যাপার। এখনও কিছু পাইনি। এখনও পাকিস্তান নিরপেক্ষ ভেন্যুতে খেলছে। শিডিউলিংয়ের ব্যাপারে তাদের সঙ্গে যখন কথা হবে তখন জানতে পারবো আসলে তারা কি চাচ্ছে।’