মঙ্গলবার   ১৩ মে ২০২৫   বৈশাখ ৩০ ১৪৩২   ১৫ জ্বিলকদ ১৪৪৬

মেসিহীন বার্সা গেল যুক্তরাষ্ট্রে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১৯ পিএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার

সোমবার রাতে প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। কিন্তু দলের সঙ্গে যাননি অধিনায়ক লিওনেল মেসি।

যুক্তরাষ্ট্র সফরে ফ্লোরিডা এবং মিশিগানে দুটি প্রীতি ম্যাচ খেলবে বার্সেলোনা। দুই ম্যাচেই তাদের প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব নাপোলি। 

কিন্তু ইনজুরির কারণে দলের সঙ্গে যেতে পারেননি মেসি। আসন্ন মৌসুমকে সামনে সোমবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছিলেন তিনি। নতুন মৌসুম শুরুর আগে প্রাক-মৌসুম প্রস্তুতিতেই ইনজুরিতে পড়েন মেসি।

রোববার রাতে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে হুয়ান গাম্পার ট্রফি জিতে বার্সেলোনা। এ ম্যাচে দলের সঙ্গে ছিলেন মেসি, তবে মাঠে নামা হয়নি তার। 

বার্সেলোনার পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয় অনুশীলনে ডান পায়ের হাঁটুর নিচের পেশিতে চোট পেয়েছেন মেসি।

এক বিবৃতিতে বার্সা জানায়, ‘আমাদের প্রথম একাদশের খেলোয়াড় লিওনেল মেসি সোমবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছিল। কিন্তু ডান পায়ের পেশিতে অস্বস্তি অনুভব করায় নিজেকে অনুশীলন থেকে সরিয়ে নিয়েছেন। পরে পরীক্ষা-নিরীক্ষা ফল থেকে জানা গিয়েছে কাফ মাসলে গ্রেড ওয়ান ইনজুরি হয়েছে। যে কারণে মেসি বার্সেলোনাতেই থাকবেন এবং দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে যাবেন না। তিনি কবে নাগাদ সুস্থ্য হবেন তা জানানো হবে।’