মঙ্গলবার   ১৩ মে ২০২৫   বৈশাখ ৩০ ১৪৩২   ১৫ জ্বিলকদ ১৪৪৬

ম্যারাডোনা ও রোনালদিনহো আসছেন বাংলাদেশে!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১৫ পিএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার

সদ্য শেষ হওয়া প্রিমিয়ার ফুটবল লিগে কোস্টারিকান তারকা ড্যানিয়েল কলিন্দ্রেসকে এনে চমকে দিয়েছিল বসুন্ধরা কিংস। এবার আরো বড় চমক দেখাতে উদ্যোগ নিয়েছে দলটি।

প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আগামী মৌসুমে শুভেচ্ছা দূত হিসেবে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ও ব্রাজিলিয়ান সুপারস্টার রোনালদিনহোকে আনার জন্য কাজ শুরু করেছে।

এ নিয়ে দলের প্রেসিডেন্ট ইমরুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘আমরা এজেন্টের মাধ্যমে দু’জনের সঙ্গে এরইমধ্যে যোগাযোগ করেছি। কিন্তু সমস্যা হচ্ছে টাইমিং। আমরা জানি না কবে আমাদের খেলা। যাকে আনবো তার টাইমিং মিললেই তো উদ্যোগ সফল হবে।’ 

তবে বিষয়টি এখনো একেবারেই প্রাথমিক পর্যায়ে জানিয়ে তিনি বলেন, ‘বিষয়টি প্রাথমিক পর্যায়ে। দুইজনের যাকে পাওয়া যাবে, তাকে আনার চেষ্টা করবো। 

 

তাদের আনা হলে কী দায়িত্ব দেওয়া হবে জানতে চাইলে ইমরুল হাসান বলেন, ‘নতুন মৌসুমের প্রথম ম্যাচে তাদের স্টেডিয়ামে হাজির করা। হোম ভেন্যুতেও নেয়ার পরিকল্পনা রয়েছে।’ 

একই সঙ্গে বিশ্বের বিভিন্ন জায়গাতেও তারা আমাদের প্রচারণায় অংশ নেবেন।