রোববার   ০৩ আগস্ট ২০২৫   শ্রাবণ ১৮ ১৪৩২   ০৮ সফর ১৪৪৭

তরুণীর জুতার ভেতর ব্যাঙ গিলে খাচ্ছে সাপ (ভিডিও)

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:০৪ পিএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার

থাইল্যান্ডের অরুণ কেওসামাক্কি নামের এক তরুণী যখন জুতা পরতে যাচ্ছিলেন তখন সাপ-ব্যাঙের অবাক কাণ্ড দেখে আঁতকে ওঠেন । কারণ জুতার মধ্যেই ছিল এক ভয়ংকর সাপ। আর সেখানে বসেই সাপটি একটি ব্যাঙকে গিলে ফেলার চেষ্টা করছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, কেওসামাক্কি যখন বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে জুতা পরতে এসে সাপটিকে দেখতে পান তখন তিনি সেটির ভিডিও ধারণ শুরু করেন। ওই ভিডিওতে দেখা যায়, সাপটি জুতার ভেতরে থেকেই একটি ব্যাঙ গিলে ফেলার চেষ্টা করছে। এসময় তিনি তার স্বামীকে ডাকলে তিনি এসে একটি ঝাড়ু দিয়ে ব্যাঙটিকে সাপটির মুখ থেকে বিচ্ছিন্ন করেন।

 

ওই নারী বলেন, এখনও ওই ঘটনা মনে পড়লে আমি আঁতকে উঠি। এ ঘটনার পর থেকে যখনই আমি জুতা পরি তখনই জুতা ভালোভাবে দেখে নেই যে সেটার মধ্যে অন্য কোনো সাপ রয়েছে কিনা!

ভিডিওটি দেখতে ক্লিক করুন