মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬   পৌষ ৩০ ১৪৩২   ২৪ রজব ১৪৪৭

১১ তলা থেকে ধাক্কা মেরে ফেলে দেয়া হলো ৬ বছরের শিশুকে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫০ পিএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার

লন্ডনের বিখ্যাত টেট মডার্ন আর্ট গ্যালারি’র ১১ তলা থেকে ৬ বছর বয়সী এক ফরাসি শিশুকে ফেলে দেয়ার ঘটনা ঘটেছে। রোববার ভবনটির বারান্দা থেকে ধাক্কা মেরে শিশুটিকে ফেলে দেয়া হয়। ধাক্কা মেরে ফেলে দেয়ার সময় সে তার বাবা-মা’র সঙ্গেই ছিলো।  

পড়ে যাওয়ার পর শিশুটিকে গুরুতর আহত অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয় হয়। শিশুটির মেরুদণ্ড, হাত ও পায়ের হাড় ভেঙ্গে গেছে। এমনকি তার মস্তিস্কেও রক্তক্ষরণ হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে তার জীবন এখন সংকট মুক্ত বলে তারা নিশ্চিত করেছে। 

শিশুটিকে বারান্দা থেকে ধাক্কা মেরে ফেলে দেয়ার ঘটনায় ১৭ বছর বয়সী এক বৃটিশ কিশোরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। তবে সে কেনো এ কাজ করেছে তা এখনো জানা যায়নি।

মঙ্গলবার তাকে আদালতেও হাজির করা হয় বলে জানিয়েছেন প্রসিকিউটর সিয়ান মর্গেন। তবে আইনগত কারণে তার নাম প্রকাশ করা হয়নি।পুলিশ এ ঘটনার তদন্তে প্রত্যক্ষদর্শীদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।