রোববার   ০৩ আগস্ট ২০২৫   শ্রাবণ ১৮ ১৪৩২   ০৮ সফর ১৪৪৭

কাশ্মীরে সেনা পোশাকে ধোনির বুট পালিশের ছবি ভাইরাল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩৩ পিএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার

কাশ্মীরে যদ্ধের দামামার পদধ্বনি। সংবিধানের ৩৭০ ধারা রদ করার মাধ্যমে জম্মু-কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছে ভারত। তার এই ঘোষণায় ফুঁসে উঠেছে গোটা কাশ্মীর।

ব্যাট-প্যাড তুলে কাশ্মীরে আর্মির ট্রেনিং করছেন ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। কাশ্মীরে বেশ উত্তেজনা শুরু হয়ে গেছে। এরইমধ্যে ক্যাপ্টেন কুলের একাগ্রচিত্তে বুট পালিশের ছবি ভাইরাল হয়ে গেছে। 

ওয়েস্ট ইন্ডিজে খেলা নিয়ে ব্যস্ত ভারতীয় দল। আর হাজার হাজার মাইল দূরে কাশ্মীরের সেনা ছাউনিতে সময় কাটাচ্ছেন ধোনি। সেনাদের মতোই প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। টহল দিচ্ছেন সীমান্তে, গান গাইছেন এবং সহকর্মীদের সঙ্গে ভলিবল খেলছেন।

তবে আলাদাভাবে নজর কেড়েছে ধোনির বুট পালিশের ছবি। অনেকে বলছেন, এটিই মাহি। সবাই তার সরলতার জন্যই তাকে ভালোবাসেন।  

অনেকে লিখেছেন, সত্যি মাহিকে দেখে তরুণ প্রজন্মের অনেকেই সেনা পেশার প্রতি আকৃষ্ট হবে। একজন রোল মডেল হিসেবে এটিই করা উচিত। আবার একজন লিখেছেন, আপনি একজন কিংবদন্তি। তবু আপনার পা সবসময় মাটিতে থাকে। সব অধিনায়কের তার কাছ থেকে শেখা উচিত।

 

৩১ জুলাই থেকে ভূস্বর্গে সেনার কর্তব্য পালন করছেন ধোনি। ক্রিকেট থেকে বিরতি নিয়ে আপাতত দেশসেবায় নিয়োজিত করেছেন নিজেকে। প্রশিক্ষণ চলবে ১৫ আগস্ট পর্যন্ত।

ভিক্টর ফোর্সের অংশ হিসেবে দক্ষিণ কাশ্মীরে এক ইউনিটে অন্য সেনাদের সঙ্গে টহল দিচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল ধোনি। ১০৬ টিএ প্যারা ব্যাটালিয়নের সেনাদের সঙ্গে রয়েছেন তিনি। উপত্যকায় দায়িত্ব পালনে সেনারাও উৎসাহিত হচ্ছেন।