সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫   পৌষ ৮ ১৪৩২   ০২ রজব ১৪৪৭

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০০ এএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার

কোরবানির পশুর চামড়া সংগ্রহের জন্য দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবার চামড়ার দাম গত বারের মতোই থাকছে। 

মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কোরবানির পশুর চামড়ার দর সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি উপস্থিত ছিলেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এবার ট্যানারি ব্যবসায়ীরা ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া কিনবেন ৪৫ থেকে ৫০ টাকায়; ঢাকার বাইরে এর দাম হবে ৩৫ থেকে ৪০ টাকা। 

 

এছাড়া সারাদেশে খাসির চামড়া ১৮-২০ টাকা এবং বকরির চামড়া ১৩-১৫ টাকায় সংগ্রহ করবেন ব্যবসায়ীরা।

গতবারও গরুর চামড়ার দাম ঢাকায় ৪৫ থেকে ৫০ টাকা এবং ঢাকার বাইরে ছিল ৩৫ থেকে ৪০ টাকা ছিল। এছাড়া খাসি এবং বকরির চামড়ার দামও ছিল একই।