সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫   পৌষ ৮ ১৪৩২   ০২ রজব ১৪৪৭

সুষমা স্বরাজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:১৮ এএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

বুধবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, সুষমা স্বরাজ বাংলাদেশের একজন ভালো বন্ধু ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ একজন ভালো বন্ধু হারালো।

 

এ ছাড়া বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সুষমার অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে ১২টার দিকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (এআইআইএমএস) ৬৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুষমা স্বরাজ।