মঙ্গলবার   ১৩ মে ২০২৫   বৈশাখ ৩০ ১৪৩২   ১৫ জ্বিলকদ ১৪৪৬

টেস্ট থেকে অবসরের ঘোষণা ডেল স্টেইনের

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার ডেল স্টেইন। এ বছরের শুরুতে তার সাবেক সতীর্থ শন পোলককে পেছনে ফেলে দেশটির সাদা পোশাকের জার্সিতে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন এ ডানহাতি তারকা। তবে টেস্ট ছাড়লেও ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবেন স্টেইন।

অবসর প্রসঙ্গে স্টেইন বলেন, এমন একটি ফরম্যাট থেকে আমি সরে যাচ্ছি, যা আমি খুবই ভালোবাসি। আমার মতে টেস্ট ক্রিকেট হচ্ছে সবচেয়ে সেরা ফরম্যাট। এটা আপনাকে মানসিক, শারীরিক ও আবেগ দিয়ে পরীক্ষা করে। এটা ছাড়া আমি নিজেকে কল্পনা করতে পারি না, তবু এই সিদ্ধান্ত নিতে হলো। আমি আমার ক্যারিয়ারের বাকি সময় ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মনোযোগী হবো।

তিনি আরো বলেন, আমি ক্রিকেটের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে যারা আমার এই পথচলায় ছিল। আর প্রোটিয়াদের হয়ে আমি সংক্ষিপ্ত ফরম্যাটে এগিয়ে যেতে চাই।

 

ইতিহাসের সেরা এই বোলার দীর্ঘদিন ধরে ইনজুরির সঙ্গে লড়াই করে আসছেন। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ইনজুরির কারণে দল থেকে ছিটকে যান তিনি।

৯৩ টেস্ট খেলা স্টেইন ৩.২৪ ইকোনোমি ও ২২.৯৫ গড়ে মোট ৪৩৯টি উইকেট নিয়েছেন। এক ইনিংসে তার সেরা বোলিং ফিগার ৫১ রানে ৭ উইকেট। আর এক ম্যাচে তিনি ৬০ রানে ১১টি উইকেট নিয়েছেন। যেখানে ৫ উইকেট আছে ২৬টি আর ১০ উইকেট ৫টি।

টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ৮ নম্বরে রয়েছেন স্টেইন। ৮০০ উইকেট নিয়ে সবার ওপরে শ্রীলংকার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন।