শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

‘কোরবানির জন্য প্রস্তুত আমার বাচ্চাও’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার

বিতর্ক থেকে কয়েক ক্রোশ দূরে হাঁটতে চাইলেও, বিতর্ক যেন পিছু ছাড়ছে না পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদের। 

ঈদের আগে গরুর ছবি পোস্ট করে ফের বিতর্কে সরফরাজ। গরুর ছবি পোস্ট করে সরফরাজ লিখছেন, ‘কুরবান হোনে কো মেরে বচ্চে ভি তৈয়ার হ্যয়!’ 

অর্থাৎ বকরি ঈদে আমার বাচ্চারাও নিজেদের প্রাণ বলি দিতে প্রস্তুত। আর সরফরাজের এহেন টুইটের জন্য তৈরি হয়েছে তুমুল বিতর্ক। টুইটারে ট্রোলডও হয়েছেন সরফরাজ।