শুক্রবার   ০১ আগস্ট ২০২৫   শ্রাবণ ১৭ ১৪৩২   ০৬ সফর ১৪৪৭

হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩৬ এএম, ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার

দক্ষিণ কোরিয়ার একটি হোটেলে গোপন ক্যামেরা বসানো হয়েছিল। এর মাধ্যমে দেড় সহস্রাধিক অতিথির অন্তরঙ্গ ভিডিও ধারণ করা হয়। এই অপরাধে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সম্প্রতি ভিডিওগুলো অনলাইনে ভাইরাল হয়েছে। দেশটির বিভিন্ন হোটেলে গোপন ক্যামেরার মাধ্যমে ১ হাজার ৬০০ অতিথির অন্তরঙ্গ ভিডিও ধারণ করা হয়েছে। 

জানা গেছে, মূলত ক্যামেরাগুলো টিভি, ওয়াল সকেট ও চুল শুকানোর যন্ত্রের মাধ্যমে কক্ষে কক্ষে স্থাপন করা হয়েছিল। এ ধরনের ক্যামেরা দক্ষিণ কোরিয়ার ৩০টি হোটেলের ৪২টি রুমে পাওয়া গেছে।

উল্লেখ্য, সম্প্রতি দেশটিতে পর্নোগ্রাফির বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে। সে সময় হাজারো নারী রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে।