শনিবার   ২০ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৪ ১৪৩২   ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

‘জুয়াড়ি’ হৃদয় খান!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:০৪ পিএম, ৫ আগস্ট ২০১৯ সোমবার

সঙ্গীতাঙ্গনে এরইমধ্যে ঈদের আমেজ শুরু হয়ে গেছে। যেখানে এবার শামিল হলেন চলিত সময়ের তারকা সঙ্গীতশিল্পী হৃদয় খান। ঈদকে সামনে রেখে নতুন গান ‘জুয়াড়ি’ প্রকাশ করলেন জতিনি। দ্বৈত এই গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন দয়িতা দাশগুপ্তা। ফাউজিয়া সুলতানা পলির কথায় গানটির সুর-সংগীত করেছেন হৃদয় নিজেই।

‘জুয়াড়ি’ গানটি হৃদয় খানের এইচকে প্রোডাকশনের ব্যানারে এসেছে। রোমান্টিক ঘরানার গানটি নিয়ে হৃদয় খান বললেন, গানের ভাবনাটা ভিন্ন। আমার কাছেও গানের কথাগুলো চমৎকার  লেগেছে। শনিবার রাতে এটি প্রকাশ করার পর অনেকেই  ফোন ও খুদে বার্তায় গানটির প্রশংসা করছে। ‘ঈদকে সামনে  রেখে গানটি প্রকাশ করা।

আপাতত লিরিক্যাল ভিডিও হিসেবে প্রকাশ পেয়েছে গানটি। শিগগিরই এটি মিউজিক ভিডিও প্রকাশ করা হবে। হৃদয় জানালেন, ভক্ত-শ্রোতাদের জন্য আরো কিছু চমক রেখেছেন তিনি। শিগগিরই এগুলো জানাবেন। এদিকে সম্প্রতি হৃদয় ও পড়শী কণ্ঠ দিয়েছিলেন ‘সাপলুডু’ সিনেমার একটি গানে। হৃদয় জানালেন ৪ আগস্ট এটি ইউটিউবে অবমুক্ত করা হয়।

 

এদিকে, চলতি বছরে হৃদয় খানের গাওয়া ‘যদি একদিন’ ছবির ‘লক্ষ্মীসোনা’ গানটি ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়েছে। চলতি বছরের অন্যতম হিট গানও এটি।