মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬   পৌষ ৩০ ১৪৩২   ২৪ রজব ১৪৪৭

কুকুরকে লক্ষ্যে করে পুলিশের ছোড়া গুলিতে তরুণীর মৃত্যু

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪৩ পিএম, ৫ আগস্ট ২০১৯ সোমবার

যুক্তরাষ্ট্রের টেক্সাসে কুকুরকে লক্ষ্য করে পুলিশের চালানো গুলিতে এক নারীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার টেক্সাসের আর্লিংটন এলাকায় এই ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এপি'র একটি প্রতিবেদনে বলা হয়। নিহত ওই নারীর নাম মার্গারিটা ভিক্টোরিয়া ব্রুকস।

টেক্সাস পুলিশ জানায়, বৃহস্পতিবার আর্লিংটন এলাকায় দায়িত্ব পালন করার সময় তার কর্তব্যের অংশ হিসেবে মার্গারিটার সঙ্গে কথা বলতে যান ২৫ বছর বয়সী ওই পুলিশ কর্মকর্তা। এ সময় একটি কুকুরকে দেখে সেটি মার্গারিটার কিনা তা জিজ্ঞেস করতে যান ওই পুলিশ সদস্য। তবে, প্রশ্ন শেষ করার আগেই তাকে আক্রমণ করে বসে কুকুরটি।

প্রথমে কুকুরটিকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হন তিনি। পরে আত্মরক্ষার্থে কুকুরটিকে গুলি ছোড়েন ওই পুলিশ সদস্য। তবে, দুর্ভাগ্যবশত গুলি লাগে মার্গারিটা নামের ওই নারীর। পরে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।