লিভারপুলকে হারিয়ে কমিউনিটি শিল্ড ম্যানসিটির
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:২৬ পিএম, ৫ আগস্ট ২০১৯ সোমবার

প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি টানা দ্বিতীয় কমিউনিটি শিল্ড জিতলো। রোববার ওয়েম্বলিতে ইউরোপ চ্যাম্পিয়ন লিভারপুলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছে তারা। নির্ধারিত সময় শেষ হয় ১-১ গোলের ড্রয়ে।
আগের বছরের লিগ চ্যাম্পিয়ন ও এফএ কাপ বিজয়ীদের মধ্যে হয়ে থাকে ঐতিহ্যবাহী এই ম্যাচ। কিন্তু গত বছর দুটি শিরোপাই জেতায় ম্যানসিটি প্রতিপক্ষ হিসেবে পায় লিগ রানার্স আপ লিভারপুলকে।
১২ মিনিটে রহিম স্টারলিংয়ের গোলে এগিয়ে যায় সিটিজেনরা। পেপ গার্দিওলার দলকে লিভারপুল পাল্টা জবাব দেয় দ্বিতীয়ার্ধে। ৬৭ মিনিটে বদলি নামার ১০ মিনিট পর জোয়েল মাতিপের গোলে সমতা ফেরায় ইউরোপ চ্যাম্পিয়নরা।
এরপর ইনজুরি সময়ে জয়সূচক গোল পেতে পারতো লিভারপুল। কিন্তু ম্যানসিটি রাইট ব্যাক কাইল ওয়াকার দারুণভাবে প্রতিহত করেন মোহাম্মদ সালাহর হেড। তাতে ম্যাচ যায় টাইব্রেকারে। যেখানে জোর্জিনিও উইনালডামের দ্বিতীয় কিক রুখে দেন ব্রাভো। এরপর পঞ্চম কিকে গ্যাব্রিয়েল জেসুসের লক্ষ্যভেদে টানা দ্বিতীয় ও ষষ্ঠ কমিউনিটি শিল্ড জেতে ম্যানসিটি।