ইংল্যান্ডের সামনে ৩৯৮ রানের লক্ষ্য
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:২৫ পিএম, ৫ আগস্ট ২০১৯ সোমবার

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করলেন স্টিভেন স্মিথ। ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরির দেখা পেলেন ম্যাথু ওয়েডও। এই দুইয়ে অ্যাশজের প্রথম টেস্টের চতুর্থ দিনটা নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের সামনে দাঁড় করিয়েছে ৩৯৮ রানের বিশাল লক্ষ্য।
রোববার এজবাস্টনে আগের দিনের ৩ উইকেটে ১২৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে অজিরা। ৭ উইকেটে ৪৮৭ রান তুলে দ্বিতীয় ইনিংসটি ঘোষণা করে দলটি। তাতে প্রথম ইনিংসে ৯০ রানের লিড পাওয়া ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৯৮ রানের।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২৮৪ রানের বিপরীতে ইংলিশরা তাদের প্রথম ইনিংসে করেছিল ৩৭৪ রান। লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ১৩ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছে ইংলিশরা। রোরি বার্নস ৭ ও জেসন রয় ৬ রানে অপরাজিত আছেন।
প্রথম ইনিংসে ১৪৪ রানের ইনিংস খেলা স্মিথ দ্বিতীয় ইনিংসে খেলেছেন ১৪২ রানের ইনিংস। এটি তার ২৫তম টেস্ট ফিফটি। ছুঁয়ে ফেলেছেন বিরাট কোহলির সেঞ্চুরির সংখ্যাকে। ম্যাথু ওয়েড খেলেন ১১০ রানের ইনিংস। ছয় বছর পর সেঞ্চুরি পেলেন তিনি।
এর আগে স্মিথের সঙ্গে দিন শুরু করা ট্রাভিস হেড ফিফটি তুলে নেন। বেন স্টোকসের শিকার হওয়ার আগে খেলেন ৫১ রানের ইনিংস।
সাত নম্বরে নেমে টিম পেইন খেলেছেন ৩৪ রানের ইনিংস। ইনিংস ঘোষণার সময় জেমস প্যাটিনসন ৪৭ ও প্যাট কামিন্স ২৬ রানে অপরাজিত ছিলেন। ইংলিশদের পক্ষে সর্বাধিক ৩ উইকেট নেন বেন স্টোকস। মইন আলি পেয়েছেন ২ উইকেট।