ফটোসেশনে নেইমারকে জায়গা দিলেন না এমবাপ্পে! (ভিডিও)
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:১৫ পিএম, ৫ আগস্ট ২০১৯ সোমবার

এমবাপ্পে কর্তৃক নেইমারকে ধাক্কা দেয়ার ঘটনা কী প্রমাণ করে, তাদের দুজনের সম্পর্কটা বন্ধুত্বের নাকি স্রেফ লোক দেখানো? শিরোপা জয়ের পর গ্রুপ ফটোসেশনের সময় নেইমারকে সজোরে ধাক্কা মেরে ফ্রেমের বাইরে বের করে দেন ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে।
শনিবার চীনের শেনঝেনে রেনকে ২-১ গোলে হারিয়ে ফরাসি সুপারকাপের শিরোপা ঘরে তুলেছে পিএসজি। ম্যাচের প্রথমার্ধে ফরাসি মিডফিল্ডার আদ্রিয়াঁর গোলে এগিয়ে যায় রেন। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৭তম মিনিটে এমবাপ্পের গোলে সমতায় ফেরে পিএসজি। ৭৩তম মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়ার দুর্দান্ত ফ্রি কিকে দ্বিতীয় গোলের দেখা পায় ফ্রান্সের ক্লাবটি। এই গোলের সুবাদেই জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
চোটাগ্রস্ত হওয়ায় ম্যাচটিতে খেলতে পারেননি ব্রাজিলিয়ান উইঙ্গার নেইমার। ম্যাচ শেষে শিরোপা নিয়ে দলীয় ফটোসেশনের সময় নেইমার আসলে এমবাপ্পে তাকে সজোরে ধাক্কা মেরে সরিয়ে দেন।
ইন্টারনেটে এই ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়েছে। মুখে সুশীলতা প্রকাশ করলেও এমবাপ্পের এমন অশোভনীয় আচরণই তাদের মধ্যকার সম্পর্কের অবস্থা বলে দেয়।
পিএসজিতে সুখে নেই নেইমার, যে করেই হোক ফিরতে চাইছেন বার্সেলোনায়। সতীর্থদের এমন আচরণে তা যেন আরো এক ধাপ বেগ পেল।