বিপিএলে ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত না হওয়ায় ক্রিকেটারদের চুক্তি বাতিল!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:১১ পিএম, ৫ আগস্ট ২০১৯ সোমবার

বছরের শেষেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। এ আসরে ঢাকা ডাইনামাইটস ছেড়ে রংপুর রাইডার্সে নাম লিখিয়েছেন সময়ের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর থেকে শুরু হয় আলোড়ন। ঢাকা ডাইনামাইটস দাবি করছে সাকিবকে তারা ছেড়ে দেয়নি। এদিকে বিপিএলের গভর্নিং বডি ক্রিকেটারদের পুনরায় দলে রাখার ফরম দেয়নি যার ফলে সাকিবকে তারা রেখে দিতে পারেনি। এরপর থেকে নড়েচড়ে বসেছে গভর্নিংবডি। যার কারণে নতুন সিদ্ধান্ত নেন তারা।
রোববার সংবাদ সম্মেলন করে সপ্তম আসরের আগে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে ক্রিকেটারদের সকল ধরনের চুক্তি বাতিল ঘোষণা করে তারা।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, আসন্ন বিপিএলে আটটি দল অংশ নিবে। কিন্তু দলগুলোর ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত না হওয়ায় পর্যন্ত নতুন কোনো চুক্তি হবে না। চুক্তি বাতিল হওয়ায় সব ফ্র্যাঞ্চাইজিদের নতুন করে ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করতে হবে। আইকন ক্রিকেটার বেঁছে নিতে হবে এবং নতুন করে দল সাজাতে হবে। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন করে সবার সঙ্গে চুক্তি করতে হবে ফ্র্যাঞ্চাইজিদের। ফলে বিপিএলের সপ্তম আসরে কে কোন দলে খেলবেন সেটা এখনি জানা যাচ্ছে না।
সাকিব ছাড়াও আসন্ন বিপিএল মৌসুমের জন্য চিটাগাং ভাইকিংস ছেড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আর কুমিল্লা ছেড়ে খুলনা টাইটান্সে যোগ দিয়েছেন তামিম ইকবাল। কিন্তু শেষ পর্যন্ত এই তিন ক্রিকেটারেরও ভাগ্য নির্ধারিত হবে নতুন করে।
বিপিএলের ষষ্ঠ আসর পর্যন্ত সকল ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে চুক্তি ছিল বিপিএল গভর্নিং বডির। তাই এখন বিপিএলে আগের আসরগুলোতে থাকা কোনো ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়।